Admission Form-2025

ভর্তি সংক্রান্ত নির্দেশনা

ভর্তির আবেদনের শেষ তারিখ: 30-12-2024 ভর্তি পরীক্ষা: 31-12-2024 সকাল 10:00 টা

ক) ফরম ফি বাবদ ১১০/- (একশত দশ টাকা মাত্র) বিকাশ নম্বর ০১৭২৮-৫৬৩৪৮০ এ সেন্ড মানি করে ট্রান্সজিকশন আইডি দিয়ে উক্ত ফরম পূরণ করতে হবে।
খ) ফরম নম্বর দিয়ে আবেদন ফরম প্রিন্ট করে স্কুল অফিসে জমা দিতে হবে।
গ) নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের সময় পিতা/মাতা/অভিভাবক স্কুলের নিয়ম-শৃংখলা মানার অংগীকার নামায় স্বাক্ষর দিতে হবে।
ঘ) সাক্ষাৎকারে যোগ্য বিবেচিত হলে স্থানীয় ব্যাংকে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তি হতে হবে।
ঙ) ভর্তির সময়ে মূল টিসি, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি, পিতা/মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ছাত্র/ছাত্রীর সদ্য তোলা ০১কপি পাসপোট সাইজের ছবি জমা দিতে হবে।

ফরম ফিলাপ করতে নিচের লিংকে ক্লিক করুন:

Admission Form-2025


ফরম নাম্বার দিয়ে আপনার পুরনকৃত তথ্য প্রিন্ট করুন




Developed by :